স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়ার কবরে এ্যাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৬ মার্চ ২০২২
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

এ্যাব ও কেআইবির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় শামীমুর রহমান শামীম বলেন, আজকের এই দিনে শ্রদ্ধাভরে ‘শহীদ’ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কঠোর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিচ্ছি।

এ্যাবের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কৃষিবিদ কেএম সানোয়ার আলম বলেন, এ্যাবের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে আমাদের অংশগ্রহণই হবে স্বাধীনতা দিবসের দীপ্ত শপথ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এ্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ ড. শফিক, কৃষিবিদ নূরুন্নবী ভূঁইয়া শ্যামল, কৃষিবিদ ড. আকিক, কৃষিবিদ কনক, প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন, প্রফেসর ড. আশাবুল হক, প্রফেসর ড. জামসেদ আলম রিপন, কৃষিবিদ আব্দুর রাকিব, কৃষিবিদ শওকত ওসমান শামীম, কৃষিবিদ ড. আব্দুর রহমান নূরী, কৃষিবিদ ড. হারুন অর রশীদ, কৃষিবিদ ড. মোজাম্মেল হক খান সোহেল।

আরও উপস্থিত ছিলেন- এ্যাবের ঢাকা মহানগর উত্তরের সভাপতি কৃষিবিদ শফিউল আলম দিদার, সাধারণ সম্পাদক কৃষিবিদ কেএম সানোয়ার আলম, দক্ষিণের সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদার, ঢাকা জেলার সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. শাহাদাত হোসেন পারভেজসহ কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন অঞ্চল ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

এনএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।