বিএনপির রাজনীতি অপুষ্টিতে ভুগছে : নাসিম


প্রকাশিত: ১০:০৭ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

বিএনপির রাজনীতি অপুষ্টিতে ভুগছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি গুণগত মানের জন্য বিএনপির রাজনীতিতে পুষ্টির মান বাড়ানোর আহ্বান জানান। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘জাতীয় পুষ্টি নীতি-২০১৫’ অবহিতকরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রধান অন্যতম প্রধান একটি দলের নেত্রী স্বাধীনতার ৪৪ বছর পর শহীদ সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন। বিএনপির আরেক নেতা শহীদ বুদ্ধিজীবীদের নির্বোধ বলে মন্তব্য করেছেন। তাদের রাজনীতি অপুষ্টিতে ভুগছে বলেই এমন দেশবিরোধী মন্তব্য করছে তারা। বিএনপির রাজনীতিতে পুষ্টি মান বাড়াতে হবে।

বুকের দুধ না খাওয়ানো আধুনিকতা হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, কোনো মা যদি নিজেকে আধুনিক মনে করে বুকের দুধ না খাওয়ান, তাহলে ওই মা তার সন্তানকে অধিকার থেকে বঞ্চিত করছেন। এটি বড় অন্যায়। এ ব্যাপারে সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।

উন্নয়নের নানা দিক তুলে ধরে নাসিম বলেন, শেখ হাসিনার সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশপাশি এখন পুষ্টিমানের ওপর জোর দিয়েছে। এ কারণেই আজকের এই নীতি অধিক গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মন্জরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

এএসএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।