২১ বছর পর কমিটি পেলো চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৬ এএম, ১০ মার্চ ২০২২
সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত

২১ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক এই কমিটিতে দেবাশীষ নাথ দেবুকে সভাপতি এবং আজিজুর রহমান আজিজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক এইচ এম জিয়াউদ্দীন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিনবছরের জন্য স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

২০ সদস্যের কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ১১ জনকে। তারা হলেন- হেলাল উদ্দীন, আবুল মোহাম্মদ হাসনাত বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দীন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশীদ লোকমান ও মিনহাজুল ইসলাম চৌধুরী সায়েম।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. সাইফুদ্দীন, আব্দুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মাছুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ) ও দেবাশীষ আচার্য্য এবং প্রচার সম্পাদকের পদ পেয়েছেন তাসাদ্দেক নুর চৌধুরী তপু।

২০০১ সালে অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দীনকে আহ্বায়ক ও কে বি এম শাহজাহান ও সালাউদ্দিন আহমদকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি। এরপর পেরিয়ে গেছে প্রায় ২১ বছর। তবে ২১ সদস্যের ওই কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি। অধীনস্থ থানা কিংবা ওয়ার্ডে হয়নি কমিটি।

গত বছরের ১৯ জুন নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়। সেখানে কমিটি ঘোষণার কথা থাকলেও পরে সেটি হয়নি। তবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৪৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩২ জন ফরম জমা দেন। এরপর প্রায় ৯ মাসের মাথায় আংশিক কমিটি ঘোষণা করা হলো।

মিজানুর রহমান/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।