মাদরাসা ছাত্র নিহত: ইসলামী ঐক্যজোটের হুঁশিয়ারি


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১২ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মবাড়িয়ায় মাদরাসা ছাত্র মাসুদুর রহমান হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করলে হরতাল, অবরোধের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ২টার পর রাজধানীর আজিমপুরস্থ গোরে-শহীদ মাজারের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা বলেন, বিগত ২০০১ সালেও আওয়ামী সরকার ব্রাহ্মবাড়িয়ায় নিরীহ ছাত্রদের উপর গুলি চালিয়ে ৬ জন হাফেজ-আলেমকে শহীদ করে নিজেদের পতন ডেকে এনেছিল। ঠিক একইভাবে এই হত্যাকাণ্ডের বিচার না হলে তাদেরকে করুণভাবে ক্ষমতা ছাড়তে হবে।

ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাওলানা জসিমুদ্দীন, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, ছাত্র বিষয়ক সচিব মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।

এএম/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।