পাকিস্তানি দূতাবাস কাশিম বাজার কুঠিতে পরিণত


প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তানি দূতাবাস কাশিম বাজার কুঠিতে পরিণত হয়েছে। পাকিস্তানি রাজাকাররা মুক্তিযুদ্ধের সময় কী কী করেছে। কী পরিমাণ নির্যাতন করেছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। এ দেশীয় রাজাকাররা তাদেরকে কীভাবে সহায়তা করেছে এবং কী কী নির্যাতন করেছে তা দেশের জনগণের কাছে তুলে ধরতে হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলার স্বাধীনতা হলে শ্রমিক নেতা ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কবি ও কলামিস্ট জেড এম কামরুল আনামের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, উচ্চবিত্ত ঘরের কোনো সন্তান মুক্তিযুদ্ধ করেছে এমন কেউ এখন পর্যন্ত চোখে পড়েনি। ধনীরা নয়, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ ঘরের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। গান, কবিতা, চরমপত্র পাঠের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করা হয়েছে। এগুলো করেছেন শ্রমিক এবং খেটে খোয়া সাধারণ মানুষ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, জঙ্গিবাদকে নিমূল করার জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা ছাড়া অন্য কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জঙ্গিরা মাথা ছাড়া দিয়ে উঠবে। আমাদের দেশের ধনী ব্যক্তিদের থেকে শ্রমিকদের মন অনেক বেশি উধার।

জাতীয় শ্রমিক লীগ সাবেক সভাপতি আবদুস সালাম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসমত কাদির গামা, ওসমান আলী প্রমুখ।

জনক কন্যা শেখ হাসিনা উন্নয়নের কাণ্ডারী, প্রেমানন্দ এবং সহিংসতা চায় না স্বদেশ নামে এ তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এএম/জেডএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।