সুবর্ণজয়ন্তীতে যাদের সম্মান পাওয়ার কথা, তারা পাননি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০২ মার্চ ২০২২
বক্তৃতা করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুর্ভাগ্যবশত বেঁচে থাকার পরেও সেই সম্মান পাইনি। সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। কিন্তু যাকে যে সম্মান দেওয়ার কথা, তা তাকে দেওয়া হয়নি।’

বুধবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের ৫১ বছর উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এ অনুষ্ঠান আয়োজন করে।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার সরকার আমি চাই না, তারেক রহমানের সরকারও আমি চাই না। আমি একটা গাধা মানুষ। সবার শেষে আমি কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টে গিয়েছিলাম। মনে করেছিলাম, কামাল হোসেনের মত বর্ষীয়ান একজন নেতা তিনি নেতৃত্ব দেবেন। সারাদেশের মানুষ তার পেছনে ঝাঁপিয়ে পড়বে। তার যে আন্তর্জাতিক পরিচয়, তাতে সারাবিশ্ব তার পেছনে থাকবেন। কিন্তু কামাল হোসেনই দাঁড়ালেন না, তার পেছনে কে দাঁড়াবে? কেউ দাঁড়ায়নি।’

তিনি বলেন, ‘বিএনপি মনে করেছিল, ভোটে দাঁড়ালেই সব হয়ে যাবে। সারাদেশের মানুষ তাদের ভোট দেবে। তারা মনে করলো, জামায়ত আছে, ক্যাডারভিত্তিক একটা দল। তাদের ক্যাডাররা সব ভাসিয়ে দেবে। আমাদের কিছু করতে হবে না। জামায়াত ভাবলো এত বড় দল বিএনপি। বিএনপি সব করে ফেলবে। আমাদের আবার কী কাজ? মাঝখান দিয়ে কয়েকটি সিট আমাদের নিয়ে নেওয়া। আলোচনা হলো- এ জোটে জামায়াত নেই, থাকলোও না। কিন্তু বেনামিতে ২৭-২৮ সিট তাদের ছেড়ে দেওয়া হলো। ঐক্যজোট ভাঙলো, দেশের মানুষ বোকা হলো। আমার মনে হয়, এমন দ্বিচারিতা করলে কিয়ামত পর্যন্ত কিছু হবে না।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর প্রমুখ।

এএএম/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।