নীলফামারীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে নিম্নমানের, পঁচাবাসি খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নীলফামারীর জেলা শহরে ওই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। তাকে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জেলা মার্কেটিং ও সদর উপজেলা স্যানিটারি কর্মকর্তা।
৫ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য রয়েছে জেলা শহরের স্টেশন সড়কের দিগন্ত কনফেশনারি অ্যান্ড ফুডসের ১০ হাজার, মান্না বেকারির ৪ হাজার, মাদার মোড়ের পিয়াসী হোটেলের ২ হাজার, রুচি হোটেলের ৩ হাজার, নীলফামারী ফার্মেসির ১ হাজার টাকাসহ ২০ হাজার জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন জাগো নিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৪২, ৪৩ ও ৫১ ধারায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই জরিমানা আদায় করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এসএস/পিআর