এইচ টি ইমামকে মারবেন না, তিনি বিএনপির লোক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ‘বিএনপির লোক’ হিসেবে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
তিনি বলেছেন, ‘বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। আপনাদের ভেতরে আমাদের অনেক লোক আছে। তারা সময়মতো সব জানিয়ে দেবে। ইতিমধ্যে এইচ টি ইমাম, লতিফ সিদ্দিকী অনেক কিছু বলেছেন। তাকে (এইচ টি ইমাম) মারবেন না, গায়ে হাত দেবেন না। তিনি আমাদের লোক।’
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনেক লোক আওয়ামী লীগের ভেতরে আছে জানিয়ে সোহেল বলেন, ‘বিএনপির শক্তি শুধু দলের অভ্যন্তরে নয়, এর বাইরে বেশি। তাই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র সফল হবে না। ধীরে ধীরে আপনাদের সব ফাঁস হবে। ধৈর্য ধরুন।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ আরো অনেকে।