সোমবার থেকে দুই ঘণ্টার কর্মবিরতি সরকারি চাকরিজীবীদের
বেতনস্কেল ও চাকরির বৈষম্য নিরসনের দাবিতে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক এবং ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা আগামীকাল সোমবার থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন। ১৭ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে।
একইসঙ্গে ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি কালোব্যাজ ধারণ করা হবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে। এ সময় সকল প্রকার দাফতরিক কাজ থেকে কর্মকর্তারা বিরত থাকবেন।
বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, সরকারি প্রথম শ্রেণির চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার-ননক্যাডার বৈষম্যের সিদ্ধান্ত বাতিল, ইউএনওকে কর্তৃত্ব প্রদানমূলক মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারক বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং সকল ক্যাডার ও সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুপারনিউমারারি পদ সৃজন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসবহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল এবং কৃত্য পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলার জোর দাবি জানাচ্ছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।
এসএ/বিএ