ইবির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২২ নভেম্বর ২০১৪

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, র‌্যালিসহ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান।

এরপর সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বর থেকে ভিসির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসন ভবন চত্বরে গিয়ে সংক্ষিপ্তও আলেচনাসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য দেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।