আন্দোলন শুরু করলে সার্চ কমিটি থাকবে না: আমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, সরকারবিরোধী আন্দোলন শুরু করলে সার্চ কমিটি আর নির্বাচন কমিশন থাকবে না। এক ধাক্কায় অন্য কোথাও চলে যাবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমান বলেন, শেখ হাসিনার ক্ষমতা আর বেশিদিন নেই। সার্চ কমিটি আর নির্বাচন কমিশন, এগুলো তো আন্দোলনের এক ধাক্কাতেই চলে যাবে।

মেয়াদ শেষ হতে চলা বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এ কমিশন কার কথা শুনবে, এ নাটক বন্ধ করুন। এ নাটক বন্ধ করে বিদায় নিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন।

বর্তমানে দেশে কোনো সরকার নেই উল্লেখ করে আমানউল্লাহ আমান বলেন, আমেরিকা শুধু র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে নিষেধাজ্ঞা দেবে, ইনশাল্লাহ্। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ক্ষমতায় থাকতে পারবে না।

তিনি বলেন, সরকারের যেসব মন্ত্রী সচিবালয়ে বসেছে এদেশের জনগণ তাদের সেখান থেকে বের করে নিয়ে আসবে। জনগণ বর্তমান অবৈধ সরকারের পতন ঘটাবে।

সেজন্য আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

কেএইচ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।