ট্রেলারেই গা ছমছম কনজিউরিং টু (ভিডিও)


প্রকাশিত: ০৮:০১ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

ব্যাপক আলোচনার মধ্য দিয়ে ২০১৩ সালে ‘কনজিউরিং’ ছবিটি মুক্তি পায়। রহস্য-রোমাঞ্চ আর অতিলৌকিক কাহিনির এই হলিউডি ছবিটি সারা পৃথিবী জুড়ে আলোড়ন তুলেছিল। এর জনপ্রিয় হওয়ার মূল কারণ বাস্তব ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছিল এই ছবি।

এবার আসতে চলছে ছবিটির দ্বিতীয় কিস্তি ‘কনজিউরিং টু : দি এনফিল্ড পোল্টারজিস্ট’। সম্প্রতি প্রকাশ পেল এর ট্রেলার। ২ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে এবারের প্রেক্ষাপট, ১৯৭৭ সালের গা-ছমছমে লন্ডনের উপকণ্ঠ এনফিল্ড। নতুন পর্বটি আগের চেয়েও বেশি রোমাঞ্চকর, ভয়ংকর আর উপভোগের হবে এমনটাই দাবি ছবির পরিচালক জেমস ওয়ানের।  

গল্পের চরিত্র এড এবং লোরেইন ওয়ারেন হলেন বিখ্যাত দুই অতিপ্রাকৃত বিশেষজ্ঞ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অতিলৌকিক রহস্যের সমাধান করে বেড়িয়েছেন এই দম্পতি। তাদের অভিজ্ঞতা থেকেই নির্মিত হয় প্রথম ছবিটি। দ্বিতীয় ছবিটিও তাই।

এখানে দেখা যাবে ‘সিঙ্গল মাদার’ পেগি হজসন এবং তার চার ছেলেমেয়েকে সাহায্য করতে সেখানেই এসে পৌঁছবেন অতিপ্রাকৃত বিশেষজ্ঞ এড এবং লোরেইন ওয়ারেন। তার পর কী হয়? সেটি জানতে অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েক মাস।

আপাতত দেখে নিন ছবিটির ট্রেলার :  

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।