সাংবাদিক পেটানোয় ঢাবি ছাত্রলীগের ১২ কর্মী বহিষ্কার


প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৫ জুলাই ২০১৪

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২ জনকে সাময়িক বহিষ্কার ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগ কমিটি সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার রাতে সাময়িক বহিষ্কার ও সাময়িকভাবে সূর্যসেন হল শাখা ছাত্রলীগ কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

তিনি বলেন, ঘটনা তদন্ত করতে কেন্দ্রীয় ছাত্রলীগ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিক সমিতিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ছাত্রলীগের ঢাবি শাখার কেন্দ্রীয় কমিটি এবং ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা মিটিং শেষে এ কথা জানান।

বহিষ্কার করা ছাত্ররা হলেন, মিজান, শরীফ, বিদ্যুত, মেহেদী, মোখলেস, জাকির, রাহাত, খোকন, নোবেল, সোহাগ, পারভেজ, হামিদ। এর আগে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত বিদ্যুত, শরীফ ও সোহাগকে আটক করেছে শাহাবাগ থানা পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।