২০ দল নয়, ছাত্রলীগই আ.লীগের বিষঁফোড়া : আব্বাস


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২১ নভেম্বর ২০১৪

২০ দল নয়, ছাত্রলীগই আওয়ামী লীগের বিষঁফোড়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে নাসিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আকবর হোসেন মির্জা আব্বাসকে শুভেচ্ছা জানাতে এলে শাহজাহানপুরের নিজ বাসায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ দলকে দেশের জন্য বিষঁফোড়া বলার প্রতিক্রিয়ার তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ছাত্রলীগকে সামলান। আমাদের রাস্তায় এমনকি ঘরের মধ্যেও কথা বলতে দেওয়া হচ্ছে না। অথচ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনেই ছাত্রলীগ ছাত্রলীগকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, অহিংস আন্দোলনের মাধ্যমে জনগণ এ সরকারের পতন ঘটাবে। আন্দোলন জনগণের মধ্য থেকেই উঠে আসে। আর তাতে একজন বা একটি দল নেতৃত্ব দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।