স্বর্ণ চোরাচালানের দায় এড়াতে পারেন না বিমানমন্ত্রী : সুরঞ্জিত


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২১ নভেম্বর ২০১৪

স্বর্ণ চোরাচালানের সঙ্গে বিমানের কর্মকর্তাদের জড়িয়ে পড়ার দায়দায়িত্ব বিমানমন্ত্রী এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বর্ণ চোরাচালানের সঙ্গে বিমানের কর্মকর্তাদের জড়িয়ে পড়ার দায়দায়িত্ব বিমানমন্ত্রী ও এর চেয়ারম্যান এড়াতে পারেন না। এর দায়দায়িত্ব আপনাদের নিতে হবে।

বেশ কয়েক মাস ধরে স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা বলেন, বিমানের কর্মকর্তারা বিমান চালনা বাদ দিয়ে স্বর্ণ চালানের সঙ্গে জড়িয়ে পড়ছে। এটা গর্হিত কাজ। কিছু মাঝারি কর্মকর্তাদের গ্রেফতার করেই দায়িত্ব এড়াতে পারেন না। স্বর্ণ চোরাচালানের দায়দায়িত্ব বিমানমন্ত্রী ও চেয়ারম্যানকে নিতে হবে।

তিনি বলেন, স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় সরকারের ভাবমর্যাদা নষ্ট হচ্ছে। এর সঙ্গে বিমানের কর্মকর্তারা জড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রভাব পড়ছে।

অভিলম্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে রাঘব বোয়ালদের গ্রেফতারের নির্দেশ দিতে বিমানমন্ত্রীর প্রতি আহবান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।