এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল ভারতে


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে ভারতে গেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ৩৪ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার কলকাতার  উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করে প্রতিনিধি দলটি।

এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমদ।
 
ভারতের কলকাতায় আগামী শুক্র ও শনিবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের উদ্বোধন করবেন পঞ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
 
সম্মেলন শেষে এফবিসিসিআই প্রতিনিধি দলের একটি অংশ আগামী ১০ থেকে ১২ জানুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশে অনুষ্ঠেয় ‘দ্য পার্টনারশিপ সামিট’-এ যোগ দেবে। যার নেতৃত্ব দেবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
সফরকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ সম্মেলন দুটিতে অংশগ্রহণ ছাড়াও ভারতে তাদের বিনিয়োগ বৃদ্ধি ও সে দেশে বাংলাদেশের রফতানি সম্প্রসারণের লক্ষ্যে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।  
 
ব্যবসায়ী প্রতিনিধি দলে যারা রয়েছেন : এফবিসিসিআইয়ের পরিচালক আলহাজ মোহাম্মদ বজলুর রহমান, রোটারিয়ান মো. আবুল আয়েছ খান ও খন্দকার রুহুল আমীন, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স-এর সভাপতি সেলিমা আহমেদ, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ফুটওয়্যার অ্যান্ড ফুটওয়্যার এক্সেসরিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ পেপার কোন অ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফজলুল হক,  নিলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি এস এম সফিকুল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ, বাংলাদেশ টেলিকম ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ফরিদ আলি খান,  হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির মো. দেওয়ান মিয়া, নেত্রকোনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সহ-সভাপতি হুমায়ুন রশিদ খান পাঠান, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এবং এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদ সদস্য ও অন্যান্য ব্যবসায়ী গিয়াস উদ্দিন আহমেদ, মো. হাবিবুল ইসলাম, মো. মাহবুবুর রহমান খান, সুরাইয়া বেগম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, তৌহিদ হোসেন, আফতাব আহমেদ, মো. বাকের হোসেন, আমিরুল ইসলাম, আশিষ কুমার সাহা, এস আহমেদ মজুমদার, হাজী আবুল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. মনিরুল ইসলাম, মো. ইমরান মাস্টার, হাজী হারুন-অর-রশিদ, হাজী আবদুল মান্নান, জহুরুল ইসলাম সায়মন, মোহাম্মদ মতিয়ার রহমান দুলু, আবদুল হালিম সরকার ও মেহেদি আলী প্রমুখ।
 
এসআই/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।