জামায়াতের নিরুত্তাপ হরতাল
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। নিরুত্তাপ এ হরতালে তেমন একটা প্রভাব পড়েনি সাধারণ মানুেষর মধ্যে। গণপরিবহনও চলেছে অন্য দিনের মতোই।
জামায়াতের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় রাজধানীতে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলে হরতালের সমর্থনে রাজধানীর কোথাও মিছিল অথবা পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যায় হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের দাবি করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে, এ হরতাল প্রত্যাখ্যান করে বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল করেছে ছাত্রলীগ, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন।
আগের হরতালগুলোতে দূরপাল্লার বাস চলাচল না করলেও আজকের হরতালে গাবতলি, মহাখালী এবং ছায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে দূরপাল্লার বাস। তবে যাত্রী কিছুটা কম।
বুধবার সকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
হরতাল শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির আমির মতিউর রহমান নিজামীসহ জামায়াতের গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর মুক্তির আহ্বান জানানো হয়।
এএম/একে/এমএস