হরতালবিরোধী কর্মসূচিও ছিল ঢিলেঢালা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

জামায়াতের ডাকা বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালে মাঠে নেই নিজ দলের নেতাকর্মীরাই। নেই সহযোগী সংগঠন ছাত্রশিবিরের তৎপরতাও। হরতালে সাড়া মেলেনি সাধারণ মানুষেরও। এমন উত্তাপহীন হরতালে ঢিলেঢালা কর্মসূচি ছিল হরতালবিরোধীদেরও।

অন্যান্য হরতালের দিন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। বিশেষ করে আওয়ামী লীগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ার এবং ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে হরতালে দিনভর নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমবেত হয়।

Hartal

কিন্তু হরতালের এ দিন রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান তেমন লক্ষ্য করা যায়নি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ যুবলীগের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত হলেও মূল সংগঠন বা অন্যান্য সহযোগী সংগঠনের কোনো কর্মসূচি ছিল না। রাজধানীতে বিক্ষোভ মিছিলও করতে দেখা যায়নি হরতালবিরোধীদের পক্ষ থেকে। যেন অনেকটাই ঢিলেঢালা অবস্থার মধ্য দিয়ে হরতালবিরোধী কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ বলেন, ‘জামায়াত-শিবিরের রাজনীতি আর বাংলার মাটিতে করতে দেয়া হবে না। যে কোনো মূূল্যে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতকে প্রতিহত করা হবে।’

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে সংগঠনটি।

এএসএস/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।