টি-টোয়েন্টিতেও শ্রীলংকার হার


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিও হার দিয়ে শুরু করলো সফরকারী শ্রীলংকা। দুই ম্যাচ সিরিজের প্রথমটি টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াই শেষে দিনেশ চান্দিমালের দলকে ৩ রানে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিউইরা।   

বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নেমে গাপটিল ও উইলিয়ামসনের ফিফটি এবং মুনরো ও রস টেলরের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড। মূলত গাপটিল ও উইলিয়ামসনের মধ্যকার ৬৫ বলে ১০১ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকরা। সেই ভিতের ওপর দাঁড়িয়ে মুনরো ও টেলর দলকে বড় সংগ্রহ এনে দেন।

গাপটিল ৩৪ বলে সমান চারটি করে চার-ছক্কার সাহায্যে ৫৮ রান করেন। আর উইলিয়ামসন ৪২ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে করেন ৫৩ রান। এছাড়া মুনরো ২৬ বলে ৩৬ ও টেলর করেন ৯ বলে ২২ রান। শ্রীলঙ্কার হয়ে কুলাসেকারা দুটি এবং জেফ্রে বান্দারসাই একটি উইকেট লাভ করেন।

জয়ের জন্য ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নেমে ম্যাট হেনরির করা প্রথম ওভারে ১০ রান তোলে দারুণ শুরুর ইঙ্গিত দেন ধনুশকা গুনাথিলাকা। কিন্তু এরপর হেনরি ও ট্রেন্ট বোল্টের বোলিং তোপে পড়ে পথ হারায় লঙ্কানরা। ১০ থেকে ৪২- এই ৩২ রানের মধ্যে তিলকারত্নে দিলশান, চান্দিমাল, সেহান জয়াসুরিয়া ও অ্যাঞ্জলো ম্যাথুজের উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

তবে এরপর পঞ্চম উইকেটে গুনাথিলাকা ও মিলিন্দা সিরিবর্ধনে মিলে ৪২ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন।

দলীয় ১৩৩ রানের মাথায় পেরেরা যখন ফিরে যান তখন জয়ের জন্য শেষ ৩২ বলে ৫০ রান দরকার ছিল শ্রীলঙ্কার। তবে সিরিবর্ধনে, চামারা কাপুগেদারা ও নুয়ান কুলাসেকারা মিলে আপ্রাণ চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি। গ্রান্ট ইলিয়টের করা শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল লঙ্কানদের। তবে ১০ রানের বেশি নিতে পারেনি সফরকারীরা। ফলে ৩ রানের হার মেনে মাঠ ছাড়তে হয় চান্দিমালের দলকে।

শ্রীলঙ্কার হয়ে গুনাথিলাকা ২৯ বলে ৪৬ এবং সিরিবর্ধনে ৩১ বলে করেন ৪২ রান। এছাড়া পেরেরা ১৯ বলে ২৮, কুলাসেকারা ১০ বলে ১৪ এবং কাপুগেদারা ১৫ বলে করেন ১৭ রান। নিউজিল্যান্ডে হয়ে হেনরি ও বোল্ট তিনটি করে উইকেট নেন। সমান একটি করে উইকেট নেন ইশ সোধি ও ইলিয়ট।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।