উ. কোরিয়ার পারমানবিক পরীক্ষা : জাতিসংঘের নিন্দা


প্রকাশিত: ০৩:১৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

এক দশকের মধ্যে চতুর্থবারের মত উত্তর কোরিয়া পারমানবিক পরীক্ষা চালানোর পর নিন্দা জানিয়ে জাতিসংঘ বলছে, দেশটির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর বিবিসি।

এর আগে বুধবার উত্তর কোরিয়া জানায়, তারা সফলভাবে হাইড্রোজেন বোমার একটি পরীক্ষা চালিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে, এর মাধ্যমে দেশটি পারমানবিক অস্ত্র সংক্রান্ত জাতিসংঘের পূর্ববর্তী সব প্রস্তাবনাকে লঙ্ঘন করেছে।

একে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বর্ণনা করে নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট এলবিও রোজিলি এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা উত্তর কোরিয়া কোন পারমানবিক পরীক্ষা চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার ব্যপারে অঙ্গীকার করেছিলেন।

বর্তমান প্রেক্ষাপটে, দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তা পরিষদ শিগগিরই কাজ শুরু করবে। এর আগে এ ঘটনার নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

তবে, উত্তর কোরিয়ার দাবি মোতাবেক ওই বোমা যথেষ্ট শক্তিশালী কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলছেন, প্রাথমিক বিশ্লেষণে যা বোঝা গেছে, তা দেশটির দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে, পিয়ংইয়ং এর কারিগরি ও সেনা সামর্থ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।

উত্তর কোরিয়ার এই উস্কানিমূলক আচরণের পরিণামে দেশটি আন্তর্জাতিক বিশ্বে আরো একা হয়ে পড়বে মনে করে যুক্তরাষ্ট্র।
 
জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।