সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বসছেন তারানা


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

সাইবার নিরাপত্তা ও নারীর প্রতি অবমাননা ঠেকাতে প্রধম দফা দেশে বৈঠকের পর এবার সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সরকারের দুই বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ জানুয়ারি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশে তাদের একটি অ্যাডমিন প্রতিষ্ঠা করার জন্যে বলা হয়েছে। এর বাস্তবায়ন হবে শিগগিরই।

ফেইসবুকে নতুন আইডি খুলতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে সেই পরিকল্পনা নেই। তবে বিশ্বের উন্নত দেশগুলোতে প্রচলিত ধারাগুলো চর্চা করতে চাই।

১২ থেকে ২৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরকালে গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান তারানা হালিম।

গত ৩০ নভেম্বর বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেন প্রতিমন্ত্রী। ফেসবুক কর্তৃপক্ষের সাড়ার পর ৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেসবুক কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সরকারের তিন মন্ত্রী। জননিরাপত্তার কারণ দেখিয়ে ১৮ নভেম্বর  ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়। সমালোচনার মুখে বন্ধের ২২ দিন পর গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেয়া হয়।

আরএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।