নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন আয়ারল্যান্ডও!
যুব বিশ্বকাপে খেলারই যোগ্যতা অর্জণ করতে পারেনি তারা। সে হিসেবে অনুর্ধ্ব-১৯ ক্রিকেটের বিশ্ব আসরে খেলার চিন্তাও করা ছিল তাদের পক্ষে অন্যায়; কিন্তু অভাবনীয় সেই সুযোগটাই হঠাৎ করে পেয়ে গেলো আয়ারল্যান্ড। নিরাপত্তার অজুহাত দেখিয়ে যুব বিশ্বকাপে অংশগ্রহণ থেকে নিজেদের সরিয়ে রাখলো ক্রিকেট অস্ট্রেলিয়া। অসিদের না আসার কারণে, সেই স্থানটি পূরণ করার জন্য আইরিশদের সুযোগ করে দেয়া হয়।
কিন্তু সুযোগ পেয়েই যেন নিজেদেরকে ক্রিকেটের মোড়ল ভাবতে শুরু করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। আইসিসির নিশ্চয়তা সত্ত্বেও তারা বলছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। যে কারণে, বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে আইরিশরা অংশ নেবে কি না তা নিয়ে এখনও কোন নিশ্চয়তা দেয়নি তারা।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য সরকারের পক্ষ দেওয়া নির্দেশনাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। এই মুহূর্তে তারা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাধীনভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে।’
বর্তমানে বাংলাদেশে ব্রিটিশ নাগরিকরা সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকিতে আছে বলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে রেখেছে। তাই তাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শও দিয়ে রেখেছে। একইভাবে আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য দফতর তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বনের কথা বলেছে।
তবে ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘ সেখানে যাবো কিনা যদি প্রশ্ন করা হয় তাহলে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে উত্তর হ্যাঁ। কিন্তু আইসিসি ও বিসিবি যে ধরনের নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা স্বাধীনভাবে এই পরিকল্পনার মূল্যায়ন করতে চাই।’
আইএইচএস/এমএস