অবৈধ নির্বাচনে জড়িতদের বিচার হবে ট্রাইব্যুনালে


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের অবৈধ নির্বাচনের সঙ্গে জড়িত সহযোগিদের বিচার হবে ট্রাইব্যুনালে। এজন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ আইনে তাদের বিচার করা হবে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন।

দলীয় কার্যালয় নগরীর নাসিমন ভবনের সামনে নুর আহমদ সড়কে অনুষ্ঠিত সমাবেশে আমীর খসরু বলেন, অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ আজ দেশে একটি নতুন ধারার নির্বাচন করছে। আর তাদের এ কথিত নির্বাচনে কিছু সরকারি আমলা, পুলিশের একটি অংশ র্যা বও বিজেবির কিছু লোক মিলে সহযোগিতা করছে। এ সিন্ডিকেটের প্রধান হচ্ছে সিইসি।

আওয়ামী লীগের এসব অবৈধ কাজের সকল সহযোগিদের তালিকা করা হচ্ছে উল্লেখ্য করে আমীর খসরু বলেন, যারা জনগণের ভোট চুরি করে সহযোগিতা করেছে সে সব প্রিসাইডিং অফিসার, যারা অস্ত্র নিয়ে কেন্দ্র দখল করেছে সে সব সন্ত্রাসীদের কঠোর আইনে বিচারের মুখোমুখি করা হবে।

মহানগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আমীর খসরু আরো বলেন, দেশে এখন কারো স্বাধীনতা নেই। জনগণের কথা বলার অধিকার  কেড়ে নেয়া হয়েছে।  মিডিয়ার স্বাধীনতা নেই। তারা এখন আর ইচ্ছামত সত্য প্রকাশ করতে পারছে না। সাংবাদিকরা তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারছে না।

এখন শেখ হাসিনা তার দলের ক্যারিয়ার গঠনে ব্যস্ত হয়ে উঠেছে  উল্লেখ্য করে তিনি বলেন, এক সময় মানুষ আগ্রহ নিয়ে টেলিভিশনে টক শো দেখতো, কিন্তু এখন মানুষ টক শো দেখে না। টকশো এখন শেখ হাসিনার ফক্স শোতে পরিণত হয়েছে। টকশোতে যাওয়াও এখন নিরাপদ না। কারণ টকশো থেকে বের হলো হামলা এবং পুলিশ গ্রেফতার করে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সাবেক হুইপ কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলম। বক্তব্য রাখেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন, সহ-সভাপতি সামশুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, সাইফুল আলম, এম এ আজীজ,মোহাম্মদ মিয়া ভোলা, যুবদল নেতা মোশারফ হোসেন দিপ্তী, ইয়াছিন চৌধুরী লিটন, সাহেদ বক্স, ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।  

এদিকে, নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে পৃথক সমাবেশ করছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সেখানে দলীয় নেতা বক্তব্য রাখেন।

জেএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।