খালেদার ভুয়া ফেসবুক বন্ধ


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ভুয়া ফেসবুক পেজ বন্ধ করা হয়েছে। মঙ্গলবার দলের  দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিতর এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানোর পর ফেসবুক পেজটি বন্ধ করা হয়।   

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ফেসবুকে একটি পেজ খুলে (BNP Begum Khaleda Zia) প্রচার করা হচ্ছে যে এটি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালনা করা হয়। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গুলশান কার্যালয়ের কোন কর্মকর্তা এ পেজের সঙ্গে  সংশ্লিষ্ট নয়। পেজটির ইউআরএল এড্রেস হচ্ছে : www.facebook.com/begumziaBNP

বিএনপির সকল নেতা-কর্মী এবং সমর্থকদের ফেসবুক পেজটি সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ জানানো যাচ্ছে।

এদিকে,  সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর পর বিকেল ৩টায় ওই ফেসবুক পেজ থেকে একটি ঘোষণা দিয়েছে এডমিন। সেখানে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটি একটি ফেইক পেইজ। ম্যাডামের সমর্থক হিসেবে এ পেইজ খুলেছিলাম, দলের স্বার্থে, নেতাদের নির্দেশে এই পেজ বন্ধ ঘোষণা করলাম। ধন্যবাদ ।

আরএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।