দয়া করে ব্যানার নামান, মিছিল থামান


প্রকাশিত: ১০:৩২ এএম, ০৫ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৯ শর্তের স্পষ্ট লঙ্ঘন জানতে পেরে ব্যানার নামাতে ও মিছিল নিয়ে সমাবেশে না ঢুকতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।

ডিএমপির দেয়া ১৯টি শর্ত মেনেই সমাবেশ করতে চেয়েছিল আওয়ামী লীগ। তবে সমাবেশের শুরু থেকেই শর্ত ভঙ্গের ধুম লেগেছে দলটির নেতাকর্মীদের মধ্যে।

পরে আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আপনারা যারা গণতন্ত্রের এই বিজয় সমাবেশে এসেছেন, অনুরোধ করছি দয়া করে আপনারা ব্যানার নামান। মিছিল বন্ধ করেন।

তবে কে শোনে কার কথা। শর্ত ভঙ্গ করেই মিছিল নিয়ে সমাবেশে আগমন চলছেই। ব্যানার নিয়ে মিছিল ও শ্লোগান দিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের।

জেইউ/এএস/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।