পে-স্কেলের অসন্তোষ খতিয়ে দেখতে কমিটি গঠন
সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত পে-স্কেল নিয়ে বিভিন্ন সংগঠনের অসন্তোষের কারণ খতিয়ে দেখতে মুখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটি গঠন করা হয়। একইসঙ্গে গঠিত এ কমিটিকে আন্দোলনকারী সংগঠনগুলোর সঙ্গে আলাদা বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোর কমিটির অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ।
সূত্র জানায়, গতকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী কয়েকজন সিনিয়র সচিবের সঙ্গে পে-স্কেল নিয়ে অসন্তোষের বিষয়ে আলোচনা করেন। পরে তিনি (শেখ হাসিনা) আন্দোলনরতদের সঙ্গে বৈঠক করতে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন।
জানা যায়, কমিটির সদস্যরা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৃচি, সরকারি কর্মচারী, নন-ক্যাডার কর্মকর্তা, সরকারি কলেজের শিক্ষকসহ আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের পর তাদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তারা। যদি মনে হয় কোনো কিছু পে-স্কেলে সংযোজন করতে হবে, তবে তা করা হবে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় বেতন বৈষম্য নিরসনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতর আন্দোলন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষকদের এ ধরনের আন্দোলন নির্বুদ্ধিতা। তাদের শতভাগ বেতন বাড়ানো হয়েছে। এর পরও তারা মর্যাদা নিয়ে আন্দোলন করছেন।
তিনি আরো বলেন, শিক্ষকদের সঙ্গে অন্য পেশার মানুষের মর্যাদা তুলনা করা যায় না। তারা কর্মে প্রতিষ্ঠিত। অধ্যাপক ড. আনিসুজ্জামান সচিব পদ মর্যাদার কি না সেটি মুখ্য বিষয় নয়। আনিসুজ্জামান একজনই। তারা সচিবদের সমান মর্যাদা দাবি করে নিজেদের ছোট করছেন।
এদিকে গতকাল (সোমবার) রাতেই পে-স্কেল নিয়ে নতুন চিন্তা ভাবনা ও সমন্বয়ের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এসএ/আরএস/পিআর