সংলাপে যোগ দিতে বঙ্গভবনে কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২২

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ডাকা সংলাপে যোগ দিতে বঙ্গভবনে উপস্থিত হয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে যাওয়া প্রতিনিধি দলটির নেতৃত্বে আছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে আট সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।

গত ২০ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে যোগ দিচ্ছে দলটি।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দলে কাদের সিদ্দিকী ছাড়াও রয়েছেন- দলটির মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, সহ-সভাপতি আমিরুল ইসলাম তারেক, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, মহিলাবিষয়ক সম্পাদক নাসরিন কাদের সিদ্দিকী, কেন্ত্রীয় সদস্য ফরিদ আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ।

আরএসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।