বিএনপির মঞ্চের দু’পাশেই সতর্ক অবস্থানে পুলিশ


প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে তৈরি করা অস্থায়ী মঞ্চের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়ন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, মঞ্চের দুই পাশেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। পাশাপাশি নারী পুলিশ সদস্যদেরকেও নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়ন করা হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে সমাবেশস্থলজুড়ে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। পাশাপাশি সিভিল পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা পুলিশের তৎপরতা।

দেখে গেছে, ইতিমধ্যেই সমাবেশস্থলে আসা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশের ছোটখাট কাজগুলো সমস্বয় করে দ্রুত শেষ করার কাজও করে যাচ্ছেন তারা।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।