চৌমুহনী পৌরসভায় সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় ষড়যন্ত্র করে দুটি ভোটকেন্দ্র বন্ধ ও নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (উট পাখী প্রতীক) আনোয়ার হোসেন।

রোববার দুপুরে আনোয়ার হোসেন তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নির্বাচনে পরাজয় উপলব্ধি করে উদ্দেশ্যমূলকভাবে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয়। এরই জের ধরে নির্বাচনের পরের দিন (বৃহস্পতিবার) রাতে আরিফ ও সুমনকে দিয়ে ফয়েজ নামের একজন কর্মীকে পিটিয়ে আহত করে।

এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসন্ন স্থগিত ১০ কেন্দ্রে নির্বাচনে প্রচার-প্রচারণায় সমান সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।

মিজানুর রহমান/এমএএস/আরআইপি

    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।