ইরান-সৌদি বাকযুদ্ধ চরমে
রিয়াদে শিয়া নেতা নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের পর ব্যাপক বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান ও সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, বিভিন্ন আবাসিক এলাকা ও সরকারি ভবনে হামলায় জড়িত থাকার দায়ে ওই ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রোববার বলেছেন, নিমরের হত্যার জন্য সৌদি আরবের ওপর সৃষ্টিকর্তার গজব পড়বে। তিনি বলেছেন, এ বিদ্বান ব্যক্তি কখনো মানুষকে অস্ত্র হাতে নিয়ে লড়াইয়ের আহ্বান জানাননি বা গোপন ষড়যন্ত্র করার উৎসাহ দেননি। তিনি একটি জিনিসই করতেন সেটি হলো তিনি তার বিশ্বাসের জায়গা থেকে প্রকাশ্যে সমালোচনা করতেন।
এর অাগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি আরবের তীব্র নিন্দা জানান। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি আলজাজিরাকে বলেন, এ ধরনের নীতি গ্রহণের জন্য সৌদি সরকারকে চরম মূল্য দিতে হবে। নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরানের দ্য রেভুলিউশনারি গার্ড।
এদিকে মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে তেহরানের নিন্দা ও হুঁশিয়ারির জেরে সৌদি আরব দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে তেহরানের নিন্দার মাধ্যমে ইরান যে সন্ত্রাসবাদকে সমর্থন করে তা প্রকাশ পেয়েছে।
সৌদি প্রেস অ্যাজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে তেহরানকে `অন্ধ সাম্প্রদায়িকতা`র দায়ে অভিযুক্ত করা হয়েছে। দেশটির আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি কোন মতাদর্শে বিশ্বাসী বা কোন জাতি গোষ্ঠীর সে বিষয়ে কোনো পার্থক্য নেই। আমরা অপরাধের বিচার করেছি। সৌদি আরবের বিশিষ্ট কলামিস্ট হুসাইন আল শোবকশি বলেন, শিয়া ও সুন্নিদের সন্ত্রাসের উৎস সম্পর্কে কোনো পার্থক্য করেনি সৌদি কর্তৃপক্ষ।
২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদি আরবে আল কায়েদার হয়ে কয়েক দফা হামলায় জড়িত অভিযোগে শনিবার দেশটির শিয়া সম্প্রদায়ের নেতা শেখ নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে আল-কায়েদার সৌদি শাখার নেতা ফারিস আল জাহরানিও আছেন বলে সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে মিসর ও চাদের একজন করে নাগরিক সহ বাকিরা সৌদি নাগরিক।
মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেয়ার পর শিয়া মতাবলম্বীরা শনিবার রাতে তেহরানে সৌদি দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। এর আগে দূতাবাসের সামনে বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সৌদি দূতাবাসে হামলায় জড়িত সন্দেহে এরই মধ্যে অন্তত ৪০ জনকে আটক করেছে ইরান।
এসআইএস/আরআইপি