‘৫ জানুয়ারি নাশকতার পরিকল্পনা জামায়াতের’


প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০২ জানুয়ারি ২০১৬

আগামী ৫ জানুয়ারি সরকারের বর্ষপূর্তি উদযাপন ও ৬ জানুয়ারি মতিউর রহমান নিজামীর চূড়ান্ত রায়ের দিন নাশকতার পরিকল্পনা করেছে জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর রামপুরা থেকে গ্রেফতার দলটির ৫ নেতাকর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেছে।

এর আগে শনিবার রামপুরা বনশ্রীর বি ব্লকের ৬ নং রোডের বাড়ী নং-১৭ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ এক কোটি ৪৭ হাজার ৫০০ টাকা ও জিহাদী বই জব্দ করে পুলিশ।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আসামিরা আগামী ৫ই জানুয়ারি সরকারের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এবং মানবতাবিরোধী জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর আপিল রায়কে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে এই টাকা তাদের কর্মীদের মধ্যে বিলি করার জন্য সংগ্রহ করেছিল।’

গ্রেফতাররা হলেন- মো. গিয়াস উদ্দিন (৫৫), মো. আমিনুর রহমান (৫৬), আবুল হাশেম (৩২), ওসমান গনি (৪০) ও শাহাদাতুর রহমান ওরফে সোহেল (৪৩)। এদের মধ্যে গিয়াস উদ্দিন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের চীফ অ্যাকাউন্ট ও রুকন, মো. আমিনুর রহমান কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী অ্যাকাউন্ট ও রুকন এবং আবুল হাশেম জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত।

আসামিদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এআর/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।