যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০২ জানুয়ারি ২০১৬

যাত্রা শুরু করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজ। শনিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে  প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সিরাজুল ইসলাম। এ সময়  উপস্থিত ছিলেন যবিপ্রবির ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, ডীন ড. বিপ্লব কুমার বিশ্বাস, ড. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব ও জিইবিটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মোট ২২ জন শিক্ষার্থী নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণির কার্যক্রম শুরু হয়েছে।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।