জামিনে মুক্তি পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১

তিন মাস আটদিন কারাবাসের পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান জামিনে মুক্তি পেয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সৈয়দ এহসানুল হুদা বলেন, চলতি বছরের ৯ সেপ্টেম্বর রাজধানীর রাইফেল স্কয়ারের সামনে থেকে রাজীবকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের সব মামলায় জামিন পেয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন। এসময় কারামুক্ত রাজিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কারাফটকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।