সাফের পরবর্তী আসর বাংলাদেশে


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০২ জানুয়ারি ২০১৬

স্পন্সরদের আগ্রহে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। সাফের ১২তম সেই আসরের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম একরকম চূড়ান্তই হয়েছে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এমন তথ্যই জানিয়েছেন। ভারতের কেরালায় শনিবার সাফ কংগ্রেসের সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বলে জানান হেলাল।

সাফের ১১তম আসর চলছে ভারতের কেরালায়। তাতে টানা তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে সান্ত্বনার জয় নিয়ে ফিরেছেন মামুনুলরা।

উল্লেখ্য, এর আগে ২০০৩ ও ২০০৯ সালে দুইবার দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে বড় এ আসরের আয়োজক ছিল বাংলাদেশ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।