রাতে ঢাকার তদারকিতে দুই কর্তা


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫

নববর্ষের প্রথম প্রহরে (থার্টি ফার্স্ট নাইট) রাজধানীর সড়কে তদারকিতে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই কর্তা। তারা হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

২০১৬ নববর্ষের প্রথম প্রহরে যে কোনো ধরণের নাশকতা এড়াতে ইতোমধ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি এদিন রাত ১০টার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন আছাদুজ্জামান এবং বেনজীর আহমেদ।

তদারকি শেষে রাত পৌনে ১১টায় গুলশান-২ নম্বর চত্বরে সংবাদ সম্মেলন করবেন র‌্যাবের মহাপরিচালক। একই জায়গায় রাত সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার।

এআর/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।