মেসির মঞ্চে গিয়ে শাস্তির মুখে প্লাতিনি
ফের ফিফার এথিক্স কমিটির শাস্তির মুখে মিশেল প্লাতিনি। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে উয়েফা প্রেসিডেন্টকে আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব বিষয় থেকে নিষিদ্ধ করেছে ফিফা; কিন্তু কয়েকদিন আগে দুবাইয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেছে প্লাতিনিকে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে ওই অনুষ্ঠানে গেলেন তিনি! তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। ফিফার এক কর্মকর্তা বলেছেন, ‘এথিক্স কমিটির তদন্তকারী অফিসাররা এ নিয়ে আলোচনা করবেন।’
২৭ ডিসেম্বর দুবাই স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে গ্লোবাল সকার অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা গিয়েছে প্লাতিনিকে। যেখানে লিওনেল মেসি, আন্দ্রে পিরলো ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মতো তারকারাও হাজির ছিলেন। পুরস্কারও নেন। মেসি পান বিশ্বসেরার পুরস্কার। সেখানে ফিফার নিষেধাজ্ঞা নিয়েও মন্তব্য করতে দেখা গিয়েছে প্লাতিনিকে। সেখানে তিনি বলেছেন, ‘ফিফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়া আদালতে আবেদন করব। ব্ল্যাটার যে আবেদন করবে, তাও শুনেছি।’
ফিফার এথিক্স কমিটির আট বছরের সিদ্ধান্ত যে প্লাতিনিকে একটু হলেও চাপে ফেলে দিয়েছে, তাও মেনে নিয়েছেন তিনি। যা পরিস্থিতি, তাতে নিবার্সনে থাকা সত্ত্বেও প্রকাশ্য ফুটবল অনুষ্ঠানে যাওয়ায় শাস্তির মেয়াদ বাড়তে পারে প্লাতিনির; কিন্তু প্রত্যক্ষদর্শীদের তথ্যমদে, প্লাতিনিকে দেখে একবারও মনে হয়নি ফিফার নিষেধাজ্ঞা নিয়ে খুব একটা চাপে ফেলে দিয়েছে তাকে। তাই যদি হবে, তা হলে জেনেশুনে দুবাইয়ের ওই অনুষ্ঠানে হাজির থাকতেন না।
এদিকে, অভিনব ব্যাপার ঘটতে চলেছে। ফিফার প্রেসিডেন্ট পদের ভোটের আগে। ২৬ ফেব্রুয়ারি জুরিখে শেফ ব্ল্যাটারের উত্তরসূরি বাছাই করা হবে। তার আগে ইএসপিএন কর্তৃপক্ষ প্রেসিডেন্ট পদে দাঁড়ানো পাঁচ প্রার্থীকে আমন্ত্রণ জানিয়েছে, ২৯ জানুয়ারি বিতর্কসভায়। যা সরাসরি সম্প্রচার হবে সারা বিশ্বজুড়ে। এরআগে কখনওই এমন অনুষ্ঠান হয়নি। এই বিতর্ক সভায় যোগ দেওয়র ব্যাপারে এখনই সম্মতি জানিয়েছেন জেরোম চামপাগনে।
টিভি কর্তৃপক্ষের আশা, নির্বাচনের আগে নিজেদের প্রচারের এমন সুযোগ হাতছাড়া করবেন না বাকি চার প্রার্থীও। এই চার প্রার্থী হলেন- প্রিন্স আলি বিন হুসেইন, শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা, টোকিও সেক্সওয়ালে এবং গিয়ান্নি ইনফান্তিনো। প্লাতিনি ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করলেও দুর্নীতির দায়ে আট বছর নিষিদ্ধ হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে।
আইএইচএস/পিআর