৪৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি


প্রকাশিত: ০১:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষায় এবার সারা দেশে মোট ৮ হাজার ৫৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও ৪৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ ফেল করেছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এবার সারা দেশে ১৯ হাজার ৪৬৭টি স্কুল এবং ৯ হাজার ৮০টি মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৭৯৯টি স্কুলের এবং ২ হাজার ৭৮৪টি মাদরাসার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অপর দিকে ২৩টি স্কুলের এবং ২০টি মাদরাসার শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে।

এনএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।