জুমআর দিনের সুন্নাতি আমল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুনিয়াতে মানুষের খুশির দিন তিনটি। দুই ঈদের দিন এবং জুমআর দিন। এ দিন গরিবের হজের দনি। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এ দিনে মুমিন মুসলমানের রয়েছে কিছু করণীয় সুন্নাত কাজ। যা এখানে তুলে ধরা হলো-

ক. জুমআর দিন নখ কাটা এবং গোঁফ ছাঁটা। (মিশকাত)
হাতের কাটার সুন্নাত নিয়ম-
ডান হাত : প্রথমে ডান হাতের শাহাদাত বা তজ্জনী আঙ্গুল, তারপর মধ্যমা, তারপর অনামিক এবং তারপর কনিষ্ঠ আঙ্গুলের নখ কাঁটা।
বাম হাত : বাম হাতের কনিষ্ঠ, তারপর অনামিকা, তারপর মধ্যমা, তারপর শাহাদাত, তারপর বৃদ্ধাঙ্গুলি এবং সর্বশেষ ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কাটা।

পায়ের নখ কাটার নিয়ম-
ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুলিতে শেষ করা। বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে কনিষ্ঠাঙ্গুলিতে এসে শেষ করা। (শামায়েলে তিরমিজি)
খ. জুমআর দিন জামা-কাপড় ধোয়া এবং শরীর পাক-পরিষ্কার করে গোসল করা। (আবু দাউদ, ইবনু মাজাহ)
গ. জুমআর দিন জুমআর নামাজের উদ্দেশ্যে মিসওয়াক করা এবং গোসল করা। (বুখারি)
ঘ. জুমআর দিন নামাজের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহার করা। (বুখারি)
ঙ. জুমআর দিন নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করা। (আবু দাউদ)
চ. জুমআর দিন আগে-ভাগে প্রস্তুতি গ্রহণ করে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। (আবু দাউদ)
ছ. শরীরে অযাচিত (বগল ও নাভির নিচে) লোম পরিষ্কার করা।
সুতরাং আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে উপরোক্ত কাজগুলো নিয়মিতভাবে আদায় করে সুন্নাতের উপর পরিপূর্ণ আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।