পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হটলাইন চালু


প্রকাশিত: ০৬:২২ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

পাকিস্তান ও আফগানিস্তানের আন্তঃসীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশের  সামরিক কমান্ডার পর্যায়ে একটি হটলাইন চালু করা হয়েছে। দুই দেশের সীমান্তে সহযোগিতা আরো বাড়ানোর জন্য লাইনটি মাত্রই দুই দেশের মধ্যে ব্যবহার করা হয়েছে বলে জানান
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র। খবর বিবিসি।

পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শারিফ কাবুল সফরের সময় এই বিষয়ে দুদেশ রাজি হয়। তালেবানের হুমকি যত বাড়ছে দেশ দুটির নিরাপত্তার জন্য ততই নিত্য নতুন ব্যবস্থা নেয়ার কথা ভাবছে তারা।

pakistan
এই মাসের শুরুতে অর্থাৎ ডিসেম্বরেই সহিংসতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠাগুলোকে দায়ী করেন।

আফগানিস্তান প্রায়ই সময় আফগান তালিবানকে নিয়ন্ত্রণ করার জন্য পাকিস্তানকে দোষারোপ করে। তারা বলে আসছে পাকিস্তান আফগান তালেবানদের জ্যেষ্ঠ নেতাদের মুক্তভাবে আফগানিস্তানে অভিযান চালাতে অনুমোদন দেয়।

হটলাইন স্থাপনের খবরটি এমন এক সময়ে আসলো যখন আগামী সপ্তাহেই আফগানিস্তান পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সাথে তালিবান ইস্যুতে শান্তি আলোচনার আয়োজন করবে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, আল-কায়েদা, ইসলামিক স্টেট (আইএস) এবং চীন, রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানে আসছে।

জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।