ছাত্রলীগের পতাকাতলে শিক্ষিত হতে আহ্বান


প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৪

ছাত্রলীগের পতাকাতলে সমবেত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। বুধবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মৌলভীবাজারের শিক্ষার মান ভাল নয়। ছাত্রলীগের পতাকাতলে সমবেত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাম অর্জন করতে হবে।

মন্ত্রী বলেন, নবম জাতীয় সংসদে যখন এমপি ছিলাম তখন এই কলেজের শিক্ষকরা আমাকে মূল্যায়ন করে নাই। অবহেলা করেছে। তারা জানত না আমার পরিবারের দান করা এই কলেজের উন্নয়ন তাকে ছাড়া হবে না।

সৈয়দ মহসীন আলী বলেন, কলেজের বর্তমান অধ্যক্ষ মো. শহীদুল্লাহ আমাকে সম্মানিত করেছেন। পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি করেছেন এবং সংবর্ধনা দিয়েছেন। আমিও তাদের সম্মান করব।

কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্লাহর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান,সাবেক উপাধ্যক্ষ ফয়জুল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজয় কুমার দাস মহালদা প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।