সিলেটের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ চিরকুট ব্যান্ড (দেখুন ছবিতে)
ভিন্ন ধর্মী গানের চর্চায় এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছে গানের দল ‘চিরকুট’ ব্যান্ড। অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রেও নিজেদের চাহিদা তৈরি করেছে শারমিন সুলতানা সুমির এই দল।
সম্প্রতি একটি পারিবারিক কনসার্টে অংশ নিতে সুমি ও ব্যান্ডের অন্য সদস্যরা সিলেট গিয়েছিলেন। সেখানে তাদের ঠিকানা ছিলো শাহপরান উপশহরের রিসোর্ট শুকতারা নেচার রিট্রিট। দুই দিনের সেই সফরে সিলেটের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে তাদের। আর নিজের ব্যস্ততম শহর রাজধানী ঢাকায় ফিরে এসেও চলছে সেই সুখ স্মৃতিদের রোমন্থন! তারই প্রমাণ মিললো ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুকে ফ্যান পেজের ছবিসহ স্ট্যাটাসে।
সেখানে দেয়া ছবিগুলোতে চিরকুটের সদস্যদের দেখা গেছে সবুজ রিসোর্টে নানা ভঙ্গিমায় ছবির পোজ দিতে। ভোরের কুয়াশা কেটে সূর্য উঠার আগেই চায়ের কাপ হাতে চিরকুট হাজির রিসোর্টের ছাদে বসে সুর্যোদয় উপভোগের অপেক্ষায়। এমনি করেই হয়তো সুর্যকে বিদায়ও জানিয়েছে তারা। লালখালের নৈসর্গিক জলের স্রোতে পা ভিজিয়ে ছুটোছুটি করতেও দেখা গেছে তাদের।
গেল মঙ্গলবার দিবাগত রাতে বেশ কিছু ছবি পোস্ট দিয়ে সিলেট ভ্রমণের বর্ণনায় সেখানে লিখা হয়েছে, ‘যেখানেই যাই, নিঃশ্বাসে কিছু সবুজ জমা চাই! আফটার অল ইকো-ফ্রেন্ডলি ব্যান্ড বলে কথা!’
আরো লেখা হয়েছে, ‘সিলেটের অসাধারণ এক রিসোর্ট শুকতারা নেচার রিট্রিট। খুব শর্ট; একটা পারিবারিক কনসার্টে গাইতে সিলেট গিয়ে ছিলাম এখানেই। সত্যিই অসাধারণ, অদ্ভুত এক জায়গা নিজেদের মত করে কিছু সবুজ, অবসর কাটানোর জন্য। সাথে সৌভাগ্যক্রমে বাড়তি পাওনা ছিল শুকতারার কর্ণধার, জারিনা আন্টি আর মুরাদ আঙ্কেলের অসম্ভব আন্তরিক আপ্যায়ন!
কি সুন্দর যত্ন আর মমতায় তারা দুজন মিলে নিখুঁত রিসোর্টটা বানিয়েছেন! স্বপ্নের মত দুটো দিন কাটলো। থ্যাঙ্ক ইউ জোহাদ (নেমেসিস) এবং মাহরিনকে ওয়ার্ম ওয়েলকামের জন্য। আবার আসবো, সন্দেহ নেই।
সাথে ঘুরলাম লালাখাল আর টুকটাক এদিক-ওদিক। তার কিছু মুহূর্ত শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। সবার জন্য শুভ কামনা।’
তবে ফেসবুকে দেয়া ছবিগুলো তোলার সময় ব্যান্ডের পারকাশান, ভায়োলিন, বাঁশি ও ভোকালিস্ট পিন্টু ঘোষ পৌঁছাননি। তাই তাকে দেখাও যায়নি ছবিতে। এ প্রসঙ্গে চিরকুটের পেজ থেকে বলা হয়েছে, ‘পিন্টু ভাই পরের দিন শো এর সময় আসছে। তাই তাকে ছবিতে দেখা যাচ্ছে না। উই মিসড হিম।’
এই কনসার্ট প্রসঙ্গে জানতে চেয়ে যোগাযোগ করা হলে শারমিন সুলতানা সুমি বলেন, ‘দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে সবার। এত সুন্দর আর সবুজ আমাদের এই দেশ সেটা সিলেট গেলে হৃদয় দিয়ে টের পাওয়া যায়। আশা করি বারবার যাব সেখানে সবুজের টানে, গানের টানে।’
তিনি আরো জানালেন, চিরকুট বর্তমানে তাদের পরবর্তী অ্যালবাম নিয়ে ব্যস্ত রয়েছে। পাশাপাশি আলাপ চলছে বেশ কিছু চলচ্চিত্রের জন্য গান তৈরির।
এলএ