নাগরিক ঐক্যের সভাপতি মান্না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০১ ডিসেম্বর ২০২১

নাগরিক ঐক্যের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

বুধবার (১ ডিসেম্বর) সংগঠনটির সদস্য শাকিব খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আজ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি মনোনীত করা হয়। দলের সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সারকে সাধারণ সম্পাদক এবং ডা. জাহেদ উর রহমানকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ছয় সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করা হয়। প্রেসিডিয়ামের অন্যান্য সদস্য হলেন মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব এবং সৈয়দ আব্দুল মাবুদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।