জাল ভোট দেয়ার অভিযোগে কাউন্সিলর প্রার্থীসহ আটক ৪
জাল ভোট দেয়ার অভিযোগে কাউন্সিলর প্রার্থীসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটায় ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, কাউন্সিলর পদপ্রার্থী শিশির ফেরদৌস, শিশিরের ছোট ভাই এজেন্ট তুষার ও অভি এবং মানসুর। আটকদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
কেন্দ্রটিতে কর্তব্যরত পুলিশের সাব ইন্সপেক্টর শ্রীধাম জাগো নিউজকে বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছিল। তবে দুপুরে চার ব্যক্তির বিরুদ্ধে জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া যায়।
তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে শিশির আপেল প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন।
পরবর্তীতে এদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শ্রীধাম।
এদিকে, নিজেকে নির্দোষ দাবির পাশাপাশি জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আটক শিশির ফেরদৌস বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত।
এএসএস/এমএম/এসআই/এএল/একে/আরআইপি