অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ জাপারও
বিএনপি জোটের পর চলমান পৌর নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ ইসিতে জানিয়েছে বিরোধীদল জাতীয় পার্টিও। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির তিন সদস্যের একটি প্রতিনিধি দল লিখিত এ অভিযোগ জানান।
লিখিত অভিযোগ জানাতে গিয়ে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, বিভিন্ন স্থানে ১৭৬টি কেন্দ্র থেকে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীর সমর্থকেরা আমাদের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। যতটুকু জেনেছি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলগতভাবে নির্বাচন বর্জনের কোনো সিদ্ধান্ত নেই। তবে কুয়াকাটার একজন মেয়র প্রার্থী ব্যক্তিগতভাবে নির্বাচন থেকে সরে এসেছেন।
ইসিতে জাপা প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন; জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম ও সাইদুর রহমান টেপা।
এইচএস/এএস/এসএইচএস/পিআর