বছরের প্রথম দিন থেকে ব্লকবাস্টারে ড্যাডি’স হোম
আমেরিকান কমেডি পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ড্যাডি’স হোম’। ছবিটি চলতি মাসের প্রথম সপ্তাহে লন্ডনে মুক্তি পায়। আর ২৫ ডিসেম্বর আমেরিকাসহ বিশ্বের নানা দেশে মুক্তি পেয়ে বেশ ভালোই সাড়া ফেলেছে।
ব্ক্স অফিসের সূত্র মতে, অল্প এই কয়দিনের মধ্যেই ৫০ মিলিয়ন ডলারের ছবিটি ৪৯ মিলিয়ন ডলার ঘরে তুলে নিয়েছে। আশা করা হচ্ছে অচিরেই ১০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে হাস্যরসে ভরপুর এই চমৎকার ছবিটি।
বিশ্বের সকল দর্শকদের পাশাপাশি ছবিটি বাংলাদেশি দর্শকরাও উপভোগ করতে পারবেন ব্লকবাস্টার সিনেমাসে। বছরের প্রথম দিন অর্থাৎ, ১ জানুয়ারি, ২০১৬ থেকে ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।
শন অ্যান্ডার্স পরিচালিত ব্রায়ান বার্নসের চিত্রনাট্যে ‘ড্যাডি’স হোম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন উইল ফেরিল, মার্ক ওয়ালবার্গ, লিন্ডা কার্ডেলিনি ও আরো অনেকে।
এলএ