জামালপুরে তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

জামালপুর জেলা সদর পৌরসভার নির্বাচনে সংঘর্ষের ঘটনায় তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তারা। বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থগিতকৃত কেন্দ্রগুলো হলো- চন্দ্রা আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় ও জাহেদা সফির মহিলা কলেজ।

জানা যায়, সংঘর্ষের সময় আইন-শৃঙখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৯ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থগিতকৃত ভোটকেন্দ্র এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো ভোটগ্রহণ শুরু হবে বলে জানা গেছে।

মেহেদী মাহমুদ খান/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।