রাজশাহীর ১৩ পৌরসভার ভোটগ্রহণ চলছে


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

উৎসাহ-আতঙ্কের মধ্য দিয়ে রাজশাহীর ১৩ পৌরসভার ১৩৮ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়া রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক-উৎসহ উদ্বীপনা বিরাজ করছে। অপরদিকে, ভোটকেন্দ্রে ক্ষমতাশীন দলের প্রভাব খাটানোর আশঙ্কাও করছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে।

পুলিশ জানিয়েছে, রাজশাহীর ১৩ পৌরসভার মোট ১৩৮ কেন্দ্রের মধ্যে ৩৯ কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ এবং ৫৩টি গুরুত্বপূর্ণ। বাকিগুলো সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিক করা হয়েছে।

রাজশাহী জেলা নির্বাচন অফিসার সৈয়দ আমিরুল ইসলাম জানান,  জেলার ১৩ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫১, সাধারণ কাউন্সিলর পদে ৪৬৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩৯ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ১৩ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ২০৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৬১৪ ও  নারী ভোটার ১ লাখ ২৩ হাজার ৫৯৩ জন। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রাশেদ রিন্টু/ এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।