ভোটকেন্দ্রে না যেতে হত্যার ভয় দেখানো হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫

ভোটকেন্দ্রে না যেতে প্রশাসন এবং ক্ষমতাশীন দলের লোকেরা ভোটারদেরকে হত্যার ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, খুলনা বিভাগের ডিআইজি সরাসরি ওসিদের অনৈতিক নির্দেশনা দিচ্ছেন। এছাড়া বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থকদের উপর সরকার সমর্থকদের হামলার অভিযোগ করেন রিজভী। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন দুই কান কেটে শাসকদলের পক্ষে উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেন।


কিশোরগঞ্জের এক বিএনপি নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান রিজভী আহমেদ।

এমএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।