অস্ট্রেলিয়ায় স্থগিত হুমায়ূন আহমেদ স্মরণানুষ্ঠান


প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

বাংলা সাহিত্যের বাদশা হুমায়ূন আহমেদ। যেখানেই বাংলা ভাষার মানুষ রয়েছেন সেখানেই খুঁজে পাওয়া যায় এই লেখকের গল্প-উপন্যাস। কেউ কেউ তো নিজের মধ্যেই ধারণ করেন সেইসব সাহিত্যের অদ্ভুত রহস্যে ঘেরা চরিত্রদের।

তেমনি হুমায়ূন অনুরাগী রয়েছেন অস্ট্রেলিয়াতেও। সেখানকার বাঙালিরা সময়-সুযোগ পেলেই প্রিয় লেখকের স্মৃতিচারণ করেন। সেজন্যই তারা আয়োজন করেছেন হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণমূলক একিটি সাংস্কৃতিক অনুষ্ঠান। কথা ছিলো ৩ জানুয়ারিতে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নিবেন লেখকের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই পুত্র নিষাদ ও নিনিদ। সে লক্ষ্যে ২৮ ডিসেম্বর পুত্রদের নিয়ে ঢাকা ছাড়ার কথা ছিলো শাওনের।

কিন্তু আজ মঙ্গলবার জানা গেল, কিছু টেকনিক্যাল কারণে অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। তাই আপাতত অস্ট্রেলিয়া যাত্রা বন্ধ রইল শাওনের।

অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ‘বাসভূমি’র কর্ণধার আকিদুল ইসলাম জানান, আমরা হুমায়ূন স্যারের স্মরণে একটি গানের আসর করতে চাইছি। সেখানে গাইবেন মেহের আফরোজ শাওন। সঙ্গে থাকবে হুমায়ূন আহমেদ নিয়ে স্মৃতিচারণ। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তবে শিগগিরই অনুষ্ঠানটির নতুন তারিখ নির্ধারণ করা হবে।’

সিডনির রকডেলের কস্তুরী এন্টারটেইনমেন্ট সেন্টারে জানুয়ারি মাসেই নতুন কোনো তারিখে অনুষ্ঠিত হবে হুমায়ূন আহমেদ স্মরণে গানের আসর ও স্মৃতিচারণ অনুষ্ঠান।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।