চীন-চট্টগ্রাম জাহাজ চলাচল শুরু ডিসেম্বরে


প্রকাশিত: ০৫:০২ এএম, ১৯ নভেম্বর ২০১৪

চট্টগ্রাম বন্দর থেকে চীনের নানশা সমুদ্র বন্দরে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল শুরু হচ্ছে ডিসেম্বরে। প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স (পিআইএল) শিপিং কোম্পানি এই সার্ভিস চালু করতে যাচ্ছে।

চীন ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সরাসরি কন্টেইনার জাহাজ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানিয়েছেন পিআইএল কর্মকর্তারা।

চীন-চট্টগ্রাম কন্টেইনার জাহাজ চলাচল শুরু হলে কম সময়ে কম খরচে পণ্য আনা-নেওয়া সম্ভব হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।

পিআইএল সূত্র জানায়, চীন-চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচল শুরু কার্যক্রমের আওতায় আগামী ৪ ডিসেম্বর কন্টেইনার বোঝাই প্রথম জাহাজটি চীনের নানশা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে আসবে। ১৬ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।